যখন নদীকে ডাকি

হাসান জামান হাসান জামান

যখন নদীকে ডাকি কাছে
দেখি তুমি নাই -
থমকে গ্যাছে অনবরত বৃষ্টির গান
দমকা হাওয়ায় কাঁপে অশান্ত প্রাণ!
পায়ের তলা থেকে সরে যায় সরশ মাটি!
উড়ে প্রেমহীন লেনদেন স্বর্নের পাথর বাটি !
যাতনার সংসারে হাবুডুবু আলো ছায়ায়
স্বজনেরা সরে যায় দূরে ছেঁড়া খাতায়
ভীষণ প্রতিপক্ষ চারপাশে -
তবু ভালোবাসা নীরবে গোপনে ছুটে আসে!
বৃষ্টির সমূদ্রে আমরণ বেহুলার মতো
তুমি থাকো নাই থাকো নির্জনে অবিরত
হাত পা ছুঁড়ে আরো খানিক মায়ায়
বাঁচতে চাই তোমার শ্যামল বৃক্ষ ছায়ায়।
দিন শেষে ফিরতে হবে একা!
হয়তো হবেনা দেখা!
একাকীত্বের লড়াই কি ভীষন -প্রকৃতি নিঝুম!
চোখের পাতায় কবিতার মতো নামে ঘুম!
প্রিয়দর্শিনী নির্জন রাত্রি ডানায়
কে দেবে আশা
একদিন মেঘে মেঘে ভেসে চলে যাব
পাখির পালক ফেলে ভুবন ডাঙায়
সকল স্বপ্ন সাধ মুছে ভালোবাসা!
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৮৮ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন