হাসান জামান

কবিতা - যুদ্ধের শেষে

লেখক: হাসান জামান

যুদ্ধের শেষে অবশিষ্ট কিছু নেই
সব পাখি মরে গেছে
যে শিশু বাঁচতে চেয়েছিল
সে ঘুমায় অন্ধকারে একা
ছবি আঁকে শুন্যতার ধূসর জগতে!

এখানে আলো নেই আছে আলোচনা
জীবন নয় মৃত্যুর সংখ্যা নিয়ে!
শুনেছি সুড়ঙ্গ শেষে আলো থাকে
সেখানেও শুয়ে আছে প্রাচীন পাইথন!

সকল অন্ধকার শেষে যুদ্ধ শেষে
আলো আসে।আলোক বর্ষ আসে
এ ঘরে জ্বালবে কে বাতি সবাই ঘুমায়!
এ পাড়ায় জাগাবার কেউ নেই!
মহাশুন্যে প্রাণের অস্তিত্ব খোঁজে ঘাতকেরা
কারন পৃথিবীতে এখন কোনো প্রাণী নেই!

২৯
মন্তব্য করতে ক্লিক করুন