হুমায়ূন আহমেদ

কবিতা - যে থাকে আঁখি পল্লবে

লেখক: হুমায়ূন আহমেদ

যে থাকে আঁখি পল্লবে
তার সাথে কেন দেখা হবে
নয়নের জলে যার বাস
সে তো রবে নয়নে নয়নে।

যখন আকাশ কালো হয়,
মেঘবতিদের উড়িবার তখনি সময়।
মেঘেরা উড়া উড়ি করে
বৃষ্টির ফোঁটা ঝরে পড়ে
তাহারাও কানে কানে বলে
তার সাথে দেখা হবে কবে

কখনো রোদেলা দুপুরে
তার কথা শুধু মনে পরে
ক্লান্ত হৃদয় সরোবরে
অশ্রু টলমল করে
তাহারাও গাঢ়স্বরে বলে
তার সাথে দেখা হবে কবে

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১৮৯ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন