হঠাৎ করে মেঘ করে
কারণ নিজের অজানা।
খুঁজতে গিয়ে বুঝতে পারি
হৃদয়ে হায়নাদের হানা।