যুবক অনার্য

কবিতা - আত্মবাচক ও অন্যান্য

লেখক: যুবক অনার্য

—যুবক অনার্য
১.
তুষারে ক্ষয়েছে রোদ্দুর আর
জলে ভেসে গেছে নদী
ডেকেই দেখো না
মুহূর্তে হাজির হবো
ঘৃণায়ও ডাকো যদি
২.
কষ্টে কষ্টে আর কবিতা আসেনি
শুনেছি- কষ্ট নাকি কবিতার জননী
৩.
আমার আত্মা তোমার ভিতর
তুমি আমার আত্মার ভিতর
৪.
জেব্রা ক্রসিং থেকে মৃত্যুর দূরত্ব যখন মুহুর্তকাল
তখনো তোমাকেই ভালোবাসি
৫.
আমি টাকা কামাই নি
আমি চেয়েছিলাম টাকা আমাকে কামাক
৬.
আমাকে ভালো না বাসলে তোমার পাপ হবে
কারণ আমি ছাড়া পৃথিবীতে অন্য কোনো প্রেমিক নেই
আমি ছাড়া পৃথিবীতে অন্য কোনো আমি নেই
৭.
একদিন বড়ো হয়ে আমিও যুবক অনার্য হবো
৮.
জীবন নিয়ে আমি একবারও খেলতে পারিনি
জীবন আমাকে নিয়ে আজীবন খেলে গেলো
৯.
আমি অজস্রবার খুন হতে চেয়েছিলাম
কারণ আমি অন্তত একবার বেঁচে থাকতে চেয়েছিলাম
১০.
আমার প্রতিটি গল্পই বিরহের
কারণ আমার প্রতিটি গল্পই প্রেমের

১২২
মন্তব্য করতে ক্লিক করুন