সারাক্ষণ তোমাকেই ভাবি
ভাবতে ভাবতে তোমাকে ভাবি
না ভাবলেও তোমাকেই ভাবি
অথচ তোমার কতো সুবিধা
আমাকে নিয়ে ভাববার কোনো টেনশন
তোমার নেই
খাওয়া দাওয়া ঘুম
কী সহজ এক জীবন তোমার
ঢেউতোলা নদীর মতন
তোমাকে ভালোবাসি বলে হারাবার এতো ভয়
অথচ তোমাকে পাওয়ারও
কোনো কারণ আমার নেই
কারণ আমার ভালোবাসা একপেশে
তুমি আমাকে বাসো না
শুধু আমিই তোমাকে ভালোবাসি
আমি এক বিরল প্রেমিক
তোমার ভালো না বাসাকেও ভালোবাসি আমি

মন্তব্য করতে ক্লিক করুন