বইমেলার আলোচিত ৫ বই
।।
‘সময়ের আলো’ পত্রিকায় সম্প্রতি এক প্রতিবেদনে লেখক রায়হান রৌদ্র ২০২৫- এর অমর একুশে বইমেলায় ৫ টি বই আলোচিত বলে ব্যক্ত করেছেন।।বই ৫ টি হলো:
১) আচার্য ও তার অলীক পান্ডুলিপি-লেখক:স্বকৃত নোমান
২)দ্য ভিঞ্চি ক্লাব- লেখক: মোহাম্মদ নাজিম উদ্দিন
৩)তুমি সন্ধ্যা অলকানন্দা – লেখক:সাদাত হোসাইন
৪)সুখী মানুষেরা বারান্দায় আসে না-লেখক:ইশতিয়াক আহমেদ
৫)দ্য কিলার আউটসাইডার – লেখক: যুবক অনার্য
উল্লেখ্য, রায়হান রৌদ্র তার আলোচনায় বইগুলির কাহিনীর সারসংক্ষেপ সাবলীল ও প্রাঞ্জল ভাষায় তুলে ধরেছেন।
বি:দ্র: ‘দ্য কিলার আউটসাইডার’ প্রকাশ করেছেন খড়িয়া প্রকাশনা
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন