না না এ বেলা অন্য কিছু নয়– হৃদয়-চিহ্নিত
বারুদের কথা বলো
বাতাসগন্ধা কোনো বর্ষার কাছে ভিজে যাও
যেভাবে কফিন ভিজিয়ে দেয় বিশুদ্ধ লোবান
না না কোনো পাপ নয় পূণ্য নয়
কেবল মানুষের কথা বলো
এক মানুষীর স্বপ্ন শালুকের কথা বলো
বারুদগন্ধা এক মিছিলের কাছে শিখে নাও
রাজপথে রক্তের ঘ্রাণ
শুনে নাও তার পর ভালোবাসা সব পারে
বেদনাকে ভেঙে চুড়ে গড়ে দিতে পারে বুঝি
অপর এক বেদনার প্রাণ
ভালোবাসা ভেসে যেতে পারে বোলে ভাসিয়ে দিতে জানে দুঃখের প্লাবন
প্রতিবার ভালোবেসে নদী মাঠ ঘাস ফুল এই বাংলার
বিরল বিরহী এক কবিমন উঠোনে আমাদের
বুনে দিয়ে যেতে চায় কৃষ্ণচূড়ার লাল
থাক না নিজের উঠোনে তার তুমুল শ্রাবণ
আর নিবিড় আকাল
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন