যুবক অনার্য

কবিতা - বিজয়া দশমী

যুবক অনার্য
বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫ প্রেমের কবিতা, বিরহের কবিতা

দেবীকে বিসর্জন দিয়ে সেবার সে কী কান্না তোমার
তখন আর কতো- বড়জোর বারো কিংবা তেরো
কাঁচা বয়সের অশ্রু দেখে আমারও কান্না পেয়ে গেলো
তোমার সেই কান্না ছিলো মায়ের জন্য ভালোবাসা
বহু বছর পর বুঝতে পেরেছিলাম আমার যে-কান্না
সেও ছিলো প্রেম সেও ছিলো তোমার জন্য ভালোবাসা
আজকাল বিসর্জনের পর অশ্রুতা তেমন করে নেই
সম্ভবত কান্না না করেও ভালোবাসা যায়
নাকি বিষয়টা এরকম – ভালোবাসলেই কান্না আসে
অতোশতো আমার বোধগম্য নয়
বিজয়া দশমীতে এখনো আমার চোখ ভেঙে জল আসে
সে কি তোমার জন্য নাকি দেবীর জন্য –
বুঝতে পারি না
কারণ যে কোনো কান্নার যে-জল তার বর্ণ
একই রকমের

কান্না থেকে জন্ম নেয় যে-প্রেম
জলের কাছে তার আজন্ম ঋণ থেকে যায়

পরে পড়বো
১১১
মন্তব্য করতে ক্লিক করুন