যুবক অনার্য

কবিতা - পুকুরকাব্য

যুবক অনার্য
শনিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৫ প্রেমের কবিতা, বিবিধ কবিতা

সোমত্থ এ গাঁয়ের মাঝখানে
সেই রাধাপুকুর- পাপড়ি ঢাকা
তলদেশ ওপারে ফুল
পুকুরের পাড় নলিনী ঘাস
শান বাঁধানো ঘাট
শ্যাওলার দাগ
স্নানের শব্দ
যেন বা পারদের ওঠা নামা
গাভিন বর্ষনে উপচে পড়া
ঘনগন্ধা গৌর জল।

আমাদের এ গাঁ পোয়াতি হয়
স্নানের ভিতর

পরে পড়বো
২৫০
মন্তব্য করতে ক্লিক করুন