যুবক অনার্য

গল্প - দ্য কিলার আউটসাইডার -১০

লেখক: যুবক অনার্য
প্রকাশ - রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ধরণ: রহস্য

সেদিন ফোনের লাইনটা কেটে যাবার পর রাজু কিছুক্ষণ চুপ হয়ে বসে রইলো।বই পড়তে আর ভালো লাগছিলো না।বই রেখে রাজু কাদের কাক্কুর দোকানে এসে একটা আদা চায়ের অর্ডার করে পকেট থেকে মোবাইল বের করে আবার পকেটেই ঢুকিয়ে রাখলো।ভেবেছিলো সুধীনদার সাথে রহস্যময় ইনকামিং কলের বিষয়টি শেয়ার করবে কিন্তু দাদার সংগে এসব শেয়ার করে কোনো লাভ নেই।উনি পাত্তাই দেবেন না।এসবে উনার কিছু যায় আসে না।লেখালেখির বাইরে দাদার সংগে ওর কোনো ব্যক্তিগত সম্পর্ক তৈরি হয় নি।হবেও না।চায়ের সংগে একটা সিগ্রেট ধরিয়ে চা শেষ করে রাজু বাসায় এসে ঘুমিয়ে পড়লো।পরদিন সকালে ঘুম থেকে উঠে গুলিস্তান থেকে রুপান্তরে কলেজে রওনা হলো।অফিস কক্ষে ঢুকতেই দুলাল একটা খাম ধরিয়ে দিলো। খামটা খুলে চিঠির দুই লাইন পড়েই রাজু বুঝতে পারলো – শোকজ করা হয়েছে।প্রতিষ্ঠানবিরোধী আচরণ দায়িত্বে অবহেলা ইত্যাদি বিষয়ে কারণ দর্শাতে বলা হয়েছে।পড়ে রাজুর মাথাটা চক্কর দিয়ে উঠলো।চিঠিটা দুলালার হাতে ফেরত দিয়ে ক্লাসে ঢুকে গেলো।
রাজু চাকুরিতে ঢুকেছে বেশিদিন হয় নি। চাকুরিতে নতুন বলে তার নিয়ম কানুন জানা নেই।চিঠি গ্রহণ না করা- বিষয়টি যে তার চাকুরির জন্য ঝুঁকি তৈরী করলো- সেটা রাজুর জ্ঞানের বাইরে ছিলো।

আসলে ঘটনা হলো – গত মঙ্গলবার রাজু ক্লাস শেষ করেই ঢাকার উদ্দেশে রওনা হয়েছিলো।প্রিন্সিপাল সাহেব ফোন করে বললেন- মিটিং আছে।আপনি কোথায়
রাজু বললো – আমি তো ঢাকায় চলে যাচ্ছি
আমাকে না বলে চলে গেলেন কেনো?
-আপনাকে বলবার সময় পাইনি
ঠিক আছে আপনি আগামীকাল আসেন।কীভাবে সময় পেতে হয় বুঝে যাবেন।
– আপনি কি থ্রেট দিচ্ছেন?
দিলে কী করবেন?
রাজুর মাথা গরম হয়ে যায়।বলে- একটু সংগতভাবে কথা বলেন
ওকে, আপনি আসেন।দেখা যাবে।
বলে প্রিন্সিপাল ফোন কেটে দেয়।

রাজু ভাবতেই পারে নি এমন একটি সাধারণ ঘটনায় প্রিন্সিপাল তাকে শোকজ দিয়ে দেবে।
নাহ এভাবে এখানে চাকুরি করা মুশকিল হয়ে যাবে।প্রিন্সিপাল হয়তো কোনো কারণে রাজুকে অপছন্দ করেন।রাজুর মধ্যে তেল মারার কোনো অভ্যাস নেই।থাকলে হয়তো এসব হতো না।কিন্তু তেলটেল মারা রাজুর পোষাবে না।রাজুর ধাতে ওসব নেই।দেখা যাক কী হয়।
আসলে কী হয় বা হতে যাচ্ছে তা ছিলো রাজুর ধারণার বাইরে।শোকজের চিঠি প্রত্যাখ্যান করার পর প্রিন্সিপাল রাজুর উপর এতোটাই চটে যায় যে রাজুর চাকুরি খাওয়ার সমস্ত ব্যবস্থা সে তলে তলে গুছাতে থাকে।কিন্তু এসবের কোনো কিছুই রাজু জানতে পারে না।

৮০
মন্তব্য করতে ক্লিক করুন