দ্য কিলার আউটসাইডার -১২
দ্য কিলার আউটসাইডার -১২
যুবক অনার্য

গল্প - দ্য কিলার আউটসাইডার -১২

লেখক: যুবক অনার্য
প্রকাশ - রবিবার, ০২ মার্চ ২০২৫ ধরণ: রহস্য

রাজুর চাকুরি খেয়ে ফেলবার যাবতীয় ব্যবস্থা প্রিন্সিপাল প্রায় করে ফেলেছেন।এর মধ্যে একটা ঘটনা ঘটে গেলো।সাইফুল নামের দ্বাদশ শ্রেণির এক ছাত্র ইউএনও’র মাধ্যমে কলেজের একটি বিষয়ে সাহায্য প্রার্থনা করে।ইউএনও সাহেব প্রিন্সিপাল বরাবর একটি চিঠি সাইফুলকে পৌঁছে দিতে বলে।সাইফুল সেই চিঠিখানা প্রিন্সিপাল সাহেবের কাছে দিলে তিনি চিঠিটি পড়ে ‘আমি কি ইউএনও’র চাকুরি করি’ বলে চিঠিটি ছুঁড়ে ফেলে দেয়।এই ঘটনা ইউএনও সাহেব জানতে পারেন।এদিকে প্রিন্সিপালের সংগে দুই একজন শিক্ষক ব্যতীত সকল শিক্ষকের সংগেই সম্পর্ক ছিলো দা-কুমড়ার মতো।কলেজের পেছনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবের বাড়ি।চেয়ারম্যান সাহেবের সংগেও প্রিন্সিপাল সাহেব বিভিন্ন সময়ে খারাপ ব্যবহার করেছেন।দুইয়ে দুইয়ে চার মিলে গেলো।চেয়ারম্যান সাহেব কলেজের শিক্ষকবৃন্দ মিলে ইউএনও মহোদয়ের কাছে প্রিন্সিপাল সাহেবের বিরুদ্ধে এলিগেশন আনলেন।১১ টি স্কুটারে প্রায় ৫০ জন ছাত্রছাত্রীও গেলো উপজেলা কমপ্লেক্সে ইউএনও সাহেবের কাছে প্রিন্সিপালের বিরুদ্ধে অভিযোগ নিয়ে।ইউএনও সাহেব প্রিন্সিপালকে সাময়িক বরখাস্ত করলেন।প্রিন্সিপাল মামলা করলেন।প্রিন্সিপালের জন্য কলেজে আসা নিষেধ হয়ে গেলো।আপাতত রাজুর চাকুরিটা বেঁচে গেলো।

৫৮
মন্তব্য করতে ক্লিক করুন