দ্য কিলার আউটসাইডার -২২
দ্য কিলার আউটসাইডার -২২
যুবক অনার্য

গল্প - দ্য কিলার আউটসাইডার -২২

লেখক: যুবক অনার্য
প্রকাশ - মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ ধরণ: রহস্য

সেই যে একদিন একটা ফোন কল এলো, রাজুকে জিজ্ঞেস করলো আপনি রাজু আহমেদ কিনা।সেই ফোনটা আবার এলো।রাজুকে বললো কারওয়ান বাজারে হোটেল মার্মাতে দেখা করতে।লেখালেখি নিয়ে কথা বলতে চায়।রাজু নির্ধারিত দিনে হোটেল মার্মাতে অই লোকের সংগে দেখা করলো।লোকটির নাম সুবিমল।দেশের শীর্ষস্থানীয় দৈনিকের সাংবাদিক।সুবিমল রাজুকে একটি বিশেষ বিষয়ে আর্টিকেল লিখবার অফার দিলো।বিশেষ বিষয়টি ছিলো রাজনৈতিক।রাজু কেমন যেনো এক বিপদের গন্ধ পেলো।সুবিমলের প্রস্তাব প্রত্যাখ্যান করে রাজু বললো : আমি তো আসলে রাজনীতি নিয়ে খুব একটা লিখিটিখি না।আপনি আমাকে সময় দিন।আমি ভেবে জানাবো।

সেদিনের মতো আলোচনা সেখানেই শেষ। পরে রাজু জেনেছিলো সুবিমলকে সুধীনদাই রাজুর নাম্বার দিয়েছিলো।আর সুবিমল প্রথমে সুধীনদার কাছেই লেখাটা চেয়েছিলো।সুধীনদা ব্যস্ততা দেখিয়ে সুবিমলের কাছে রাজুকে গছিয়ে দিতে চেয়েছিলো।রাজু কিছুটা অবাকও হয়েছিলো কারণ সুধীনদা কোনো রাজনৈতিক লেখা রাজুকে লিখতে বলবে এটা রাজুর ধারণার বাইরে ছিলো।রাজুর মনে প্রশ্ন উঁকি দিলো- সুধীনদা লিখতে চাননি বলেই কি রাজুর কাছে লেখাটা গছিয়ে দিতে চেয়েছিলো নাকি অন্য কোনো কারণ আছে? ধ্যাৎ এতো কিছু ভেবে মাথা হ্যাঙ করে কী লাভ!

৪৮
মন্তব্য করতে ক্লিক করুন