পদধ্বনি
কামিনী রায়
চারিদিকে বাজে পদধ্বনি
বারবার চমকে হৃদয়
কখন বা আবরি নয়ন
প্রত্যাশার কি জানি কি হয়।
মুখে বলি, সেতো আসে নাই
মন বলে- বুঝি আসিয়াছে
পুনঃ ভাবি আশা রাখিবনা
নিরাশ হইতে হয় পাছে
তাই বলি ভুলে আছে মোরে
বলি আর প্রতিক্ষায় থাকি
আমি তো রাখি না কোনো আশা
তবুও সে দেখা দিবে নাকি!
শুনিয়াছি ব্যাকুলে ডাকিলে
হৃদে যায় হৃদয়ের ডাক
এ আহ্বান পৌছিয়াছে তবে
এ বিশ্বের যেথায় সে থাক।
চারিদিকে এত পদধ্বনি
এত লোক করে যাতায়াত
মুখ তুলে পথ পানে চেয়ে
অধোমুখে করি অশ্রুপাত।
তার পদে সঁপিয়া জীবন
পর পদধ্বনি গোনা কাজ
কোথা তুমি, কোথা হে অন্তক
অন্ত কর জীবনের লাজ।
বারবার চমকে হৃদয়
কখন বা আবরি নয়ন
প্রত্যাশার কি জানি কি হয়।
মুখে বলি, সেতো আসে নাই
মন বলে- বুঝি আসিয়াছে
পুনঃ ভাবি আশা রাখিবনা
নিরাশ হইতে হয় পাছে
তাই বলি ভুলে আছে মোরে
বলি আর প্রতিক্ষায় থাকি
আমি তো রাখি না কোনো আশা
তবুও সে দেখা দিবে নাকি!
শুনিয়াছি ব্যাকুলে ডাকিলে
হৃদে যায় হৃদয়ের ডাক
এ আহ্বান পৌছিয়াছে তবে
এ বিশ্বের যেথায় সে থাক।
চারিদিকে এত পদধ্বনি
এত লোক করে যাতায়াত
মুখ তুলে পথ পানে চেয়ে
অধোমুখে করি অশ্রুপাত।
তার পদে সঁপিয়া জীবন
পর পদধ্বনি গোনা কাজ
কোথা তুমি, কোথা হে অন্তক
অন্ত কর জীবনের লাজ।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৮০ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন