ঘমুনা কল্পনা

কামিনী রায় কামিনী রায়

তার কুলে কুলে বুঝি বকুল তলায়
করে ফুল ছায়া দান,
তার জলে-জলে ছুটে প্রেমের স্মিরিতি
কল্লোলে বিরহ-গান ;

সেথা সমীর হিল্লোলে বাজেবা বাঁশরি
সেথা দিবসের আলো গোধুলি কোমল,
আধার কৌমুদী-ভরা ;

বুঝি আয়াস বিহীন মধুর জীবন,
সুখের স্বপন মতো,
হয় সে ভূমি পরশে সুদূর স্বপন
জীবনেতে পরিণত ;

রাজে হৃদয় কাননে চির মধুমাস,
ভাব ফুলে ফুলময়,
সদা চামেলীর বাসে কোকিল কাকলি
সুরভিত হয়ে রয়।

কাল সেই সে যমুনা হেরিবে দু-আখি
তাই তারা নিশি জাগে,
আমি কেহ না উঠিতে ত্যজিব শয়ন,
জাগিবে না উষা আগে;

ধীবে উবাকর ধরি সেই প্রণ্য জলে
নামিয়া করিব স্নান,
আমি নেই বারিপানে বিশ্বের পার্রিতি
অমিয় করিব পান।

কাল প্রভাত মারু₹ত, অকণ কিরণে,
কালিন্দীর শ্যাম কুলে
বুঝি ধরার বাঁধন আখি হতে মোর
সহসা যাহবে খুলে ।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৫৪ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন