কবিতা - আঁচলে হংস-মিথুন আঁকা কাজী নজরুল ইসলাম গান আঁচল হংস-মিথুন আঁকা বলাকা-পেড়ে শাড়ি দুলায়ে চলিছে কিশোরী শ্যামা একা রুমুঝুমু বাজে নূপুর মৃদু পায়ে।। ভয়ে ভয়ে চলে আধো-আঁধারে বিরহী বন্ধুর দূর-অভিসারে, পথ কাঁদে যেয়ো না যেয়ো না যেয়ো না ওগো থামো ক্ষণেক এ ঠাঁয়ে।। ♥ ০ পরে পড়বো ৭৫ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন