কবিতা - আড্ডা আমার এই যে গুহা কাজী নজরুল ইসলাম বুধবার, ০৪ জুন ২০২৫ আধ্যাত্মিক কবিতা আড্ডা আমার এই যে গুহা, মদ চোলাই-এর এই দোকান, বাঁধা রেখে আত্মা-হৃদয় করি হেথায় শারাব পান। আরাম-সুখের কাঙাল নহি, ভয় করি না দুর্দশায়, এই ক্ষিতি-অপ-তেজ-মরুতের ঊর্ধ্বে ফিরি মুক্ত-প্রাণ। ♥ ০ পরে পড়বো ৯৬ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন