কবিতা - আদর-গরগর বাদর দরদর কাজী নজরুল ইসলাম গান আদর-গরগর বাদর দরদর, এ তনু ডর ডর কাঁপিছে থর থর। নয়ন ঢলঢল কাজল-কালো জল ঝরে লো ঝর ঝর।। ব্যাকুল বনরাজি শ্বসিছে ক্ষণে ক্ষণে, সজনি! মন আজি গুমরে মনে মনে। বিদরে হিয়া মম বিদেশে প্রিয়তম এ-তনু পাখি সম বরিষা-জরজর।। ♥ ০ পরে পড়বো ৯৭ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন