কাজী নজরুল ইসলাম

কবিতা - আহ্‌মদের ঐ মিমের পর্দা

কাজী নজরুল ইসলাম

আহমদের ঐ মিমের পর্দা
উঠিয়ে দেখ্ মন।
আহাদ সেথা বিরাজ করেন
হেরে গুণীজন।।

যে চিনতে পারে রয় না ঘরে
হয় সে উদাসী,
সে সকল ত্যজে ভজে শুধু
নবিজীর চরণ।।

ঐ রূপ দেখে পাগল হল
মনসুর হল্লাজ,
সে ‘আনল্‌হক্’ ‘আনল্‌হক্’ বলে
ত্যজিল জীবন।।

তুই খোদকে যদি চিনতে পারিস
চিনবি খোদাকে,
তোর রুহানি আয়নাতে দেখ রে
সেই নূরি রওশন।।

পরে পড়বো
১০৮
মন্তব্য করতে ক্লিক করুন