আহমদের ঐ মিমের পর্দা
উঠিয়ে দেখ্ মন।
আহাদ সেথা বিরাজ করেন
হেরে গুণীজন।।
যে চিনতে পারে রয় না ঘরে
হয় সে উদাসী,
সে সকল ত্যজে ভজে শুধু
নবিজীর চরণ।।
ঐ রূপ দেখে পাগল হল
মনসুর হল্লাজ,
সে ‘আনল্হক্’ ‘আনল্হক্’ বলে
ত্যজিল জীবন।।
তুই খোদকে যদি চিনতে পারিস
চিনবি খোদাকে,
তোর রুহানি আয়নাতে দেখ রে
সেই নূরি রওশন।।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন