কবিতা - আজ আছে তোর হাতের কাছে কাজী নজরুল ইসলাম আধ্যাত্মিক কবিতা আজ আছে তোর হাতের কাছে, আগামী কাল হাতের বার, কালের কথা হিসাব করে বাড়াসনে তুই দুঃখ আর। স্বর্গ-ক্ষরা ক্ষণিক জীবন- করিসনে তার অপব্যয়, বিশ্বাস কি- নিশ্বাস-ভর জীবন যে কাল পাবি ধার! ♥ ০ পরে পড়বো ৮৩ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন