আজ নিশীথে অভিসার তোমার পথে,
প্রিয়তম!
বনের পারে নিরালায় দিও হে দেখা,
নিরুপম।।
সুদূর নদীর ধারে জনহীন বালুচরে-
চখার তরে যথা একা চখি কেঁদে মরে,
সেথা সহসা আসিও গোপন প্রিয়
স্বপন সম।।
তোমার আশায় ঘুরি শত গ্রহে শত লোকে,
আমারি বিরহ জাগে বিরহী চাঁদের চোখে,
আকুল পাথার নিরাশার পারায়ে এসো
প্রাণে মম।।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন