কাজী নজরুল ইসলাম

কবিতা - আজি গানে গানে ঢাকব আমার

কাজী নজরুল ইসলাম
রবিবার, ১৫ জুন ২০২৫ গান

আজি গানে গানে ঢাকব আমার
গভীর অভিমান।
কাঁটার ঘায়ে কুসুম করে
ফোটাব মোর প্রাণ।।

ভুলতে তোমার অবহেলা
গান গেয়ে মোর কাটবে বেলা,
আঘাত যত হান্বে বীণায় উঠবে তত তান।।

ছিড়লে যে ফুল মনের ভুলে
আমি গাঁথব মালা সেই ফুলে,
আসবে যখন বন্ধু তোমার
করব তারে দান।।

আমার সুরের ঝর্না-তীরে
রচব গানের উর্বশীরে
তুমি সেই সুরেরই ঝর্না-ধারায়
উঠবে করে স্নান।।

কথায় কথায় মিলায়ে মিল
কবি রে, তোর ভরল কি দিল্‌,
তোর শূন্য হিয়া, শূন্য নিখিল,
মিল পেল না প্রাণ।।

পরে পড়বো
১৭৯
মন্তব্য করতে ক্লিক করুন