কাজী নজরুল ইসলাম

কবিতা - আঁখি-বারি আঁখিতে থাক

কাজী নজরুল ইসলাম
শুক্রবার, ১১ জুলাই ২০২৫ গান

আঁখি-বারি আঁখিতে থাক, থাক ব্যথা হৃদয়ে।
হারানো মোর বুকের প্রিয়া রইবে চোখে জল হয়ে।।
নিশি-শেষে স্বপন-প্রায়
নিলে তুমি চির-বিদায়,
ব্যথাও যদি না থাকে হায়,
বাঁচিব গো কী লয়ে।।

ভালোবাসার অপরাধে
প্রেমিক জনম জনম কাঁদে,
কুসুমে কীট বাসা বাঁধে
শত বাধা প্রণয়ে।।

আজকে শুধু করুণ গীতে
কাঁদিতে দাও, দাও কাঁদিতে,
আমার কাঁদন-নদীর স্রোতে
বিরহের বাঁধ যাক ক্ষয়ে।।

পরে পড়বো
৭৩
মন্তব্য করতে ক্লিক করুন