কবিতা - আমরা দাবা খেলার ঘুঁটি কাজী নজরুল ইসলাম আধ্যাত্মিক কবিতা আমরা দাবা খেলার ঘুঁটি, নাই রে এতে সন্দ নাই! আসমানি সেই রাজ-দাবাড়ে চালায় যেমন চলছি তাই। এই জীবনের দাবার ছকে সামনে পিছে ছুটছি সব, খেলার শেষে তুলে মোদের রাখবে মৃত্যু-বাক্সে ভাই! ♥ ০ পরে পড়বো ১৪৪ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন