কাজী নজরুল ইসলাম

কবিতা - আমার দেওয়া ব্যথা ভোলো

কাজী নজরুল ইসলাম
সোমবার, ১৬ জুন ২০২৫ গান, বিরহের কবিতা

আমার দেওয়া ব্যথা ভোলো
আজ যে যাবার সময় হলো।।

নিববে যখন আমার বাতি
আসবে তোমার নূতন সাথি
আমার কথা তারে বলো।।

ব্যথা দেওয়ার কী যে ব্যথা
জানি আমি, জানে দেবতা।

জানিলে না কী অভিমান
করেছে হায় আমায় পাষাণ
দাও যেতে দাও, দুয়ার খোলো।।

পরে পড়বো
১২০
মন্তব্য করতে ক্লিক করুন