কাজী নজরুল ইসলাম

কবিতা - আমার গহিন জলের নদী

কাজী নজরুল ইসলাম
সোমবার, ১৬ জুন ২০২৫ গান

আমার গহিন জলের নদী।
আমি তোমার জলে ভেসে রইলাম জনম অবধি।।

তোমার বানে ভেসে গেল আমার বাঁধা ঘর,
চরে এসে বস্লাম রে ভাই ভাসালে সে চর।
এখন সব হারিয়ে তোমার জলে রে
আমি ভাসি নিরবধি।।

আমার ঘর ভাঙিলে ঘর পাব ভাই
ভাঙ্লে কেন মন,
হারালে আর পাওয়া না যায় মনের মতন।
জোয়ারে মন ফেরে না আর রে
(ও সে) ভাটিতে হারায় যদি।।

তুমি ভাঙো যখন কূল রে নদী
ভাঙো একই ধার,
আর মন যখন ভাঙো রে নদী
দুই কূল ভাঙো তার।
চর পড়ে না মনের কূলে রে
একবার সে ভাঙে যদি।।

পরে পড়বো
১৫৫
মন্তব্য করতে ক্লিক করুন