কাজী নজরুল ইসলাম

কবিতা - আমার পরান নিতে যে চায়

কাজী নজরুল ইসলাম
শনিবার, ০৭ জুন ২০২৫ বিবিধ কবিতা

আমার পরান নিতে যে চায়
নিঠুরা রূপের পরী,
পরীর মতোই রূপেরে সে
রাখে আঁখির আড়াল করি’।
কইনু তা’রে, “তুমি যে কও,
এই তো এ-মুখ কী আর এমন?”
জবাব দিল, “তাই ত বলি
লোভ কোরো না এ মুখ স্মরি।”

পরে পড়বো
১০৭
মন্তব্য করতে ক্লিক করুন