কবিতা - আমার পরান নিতে যে চায় কাজী নজরুল ইসলাম বিবিধ কবিতা আমার পরান নিতে যে চায় নিঠুরা রূপের পরী, পরীর মতোই রূপেরে সে রাখে আঁখির আড়াল করি’। কইনু তা’রে, “তুমি যে কও, এই তো এ-মুখ কী আর এমন?” জবাব দিল, “তাই ত বলি লোভ কোরো না এ মুখ স্মরি।” ♥ ০ পরে পড়বো ১০০ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন