কাজী নজরুল ইসলাম

কবিতা - আমার সাথি সাকি জানে

কাজী নজরুল ইসলাম

আমার সাথী সাকি জানে মানুষ আমি কোন্ জাতের;
চাবি আছে তার আঁচলে আমার বুকের সুখ-দুখের।
যেমনি মেজাজ মিইয়ে আসে গেলাস ভরে দেয় সে মদ,
এক লহমায় বদলে গিয়ে দূত হয়ে যাই দেব-লোকের।

৭০
মন্তব্য করতে ক্লিক করুন