কবিতা - আমায় সৃজন করার দিনে কাজী নজরুল ইসলাম বুধবার, ০৪ জুন ২০২৫ আধ্যাত্মিক কবিতা আমায় সৃজন করার দিনে জানত খোদা বেশ করেই, ভাবীকালের কর্ম আমার, বলতে পারত মুহূর্তেই। আমি যেসব পাপ করি- তা ললাট-লেখা, তাঁর নির্দেশ, সেই সে পাপের শাস্তি নরক- কে বলবে ন্যায় বিচার এই! ♥ ০ পরে পড়বো ৯৭ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন