কবিতা - আমি ছন্দ ভুল চির-সুন্দরের কাজী নজরুল ইসলাম গান আমি ছন্দ ভুল চির-সুন্দরের নট-নৃত্যে গো। আমি অপ্সরা-মায়া ধ্যান ভঙ্গের যোগী মহেন্দ্রের চিত্তে গো।। আমি পঞ্চশর-তৃণে রক্তমাখা শর, অমৃত-পাত্রে গো স্মর-গরল খর, আমি উর্বশীর খল-চরণ-নূপুর উদাসিনী দেব-চিত্তে গো।। ♥ ০ পরে পড়বো ১৯৫ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন