কাজী নজরুল ইসলাম

কবিতা - আমি নহি বিদেশিনী

কাজী নজরুল ইসলাম

আমি নহি বিদেশিনি।
(ঐ) ঝিলের ঝিনুক, বিলের শালুক ছিল মোর সঙ্গিনী।।

ওই বাঁধা-ঘাট, ওই বালুচর,
মাটির প্রদীপ, ওই মেটে ঘর
চেনে মোরে ওই তুলসীতলার নববধূ ননদিনী।।
‘বউ কথা কও’ পাখি-
বাদলা নিশীথে মনের নিভৃতে আজও যায় মোরে ডাকি।
এত কালো চোখ এলোকেশ-ভার
এত শ্যাম মেঘ আছে কোথা আর
(ওই) পদ্ম-পুকুরে মোরে স্মরি ঝুরে সখি মোর কমলিনী।।

৩৫
মন্তব্য করতে ক্লিক করুন