কবিতা - আর কতদিন করবে, প্রিয়, কাজী নজরুল ইসলাম শনিবার, ০৭ জুন ২০২৫ বিবিধ কবিতা আর কতদিন করবে, প্রিয়, এ উৎপীড়ন আমায় নিয়ে, বিনা কারণ বিশ্ব-নিখিল জ্বালাবে ও-হৃদয় দিয়ে? আশীর্বাদের সম অসি দুঃসাহসীর কঠোর হাতে, তোমার হাতে পড়লে তাহা করবে তা খুন তোমায় প্রিয়ে।। ♥ ০ পরে পড়বো ১১৪ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন