কাজী নজরুল ইসলাম

কবিতা - আর লুকাবি কোথায় মা কালী

কাজী নজরুল ইসলাম
শনিবার, ১২ জুলাই ২০২৫ বিবিধ কবিতা

আর লুকাবি কোথায় মা কালী।
আমার বিশ্ব-ভুবন আঁধার করে
তোর রূপে মা সব ডুবালি।।

আমার সুখের গৃহ শ্মশান করে
বেড়াস মা তায় আগুন জ্বালি,
আমায় দুঃখ দেবার রূপে মা তোর
ভুবন-ভরা রূপ দেখালি।।

আমি পূজা করে পাইনি তোরে
এবার চোখের জলে এলি,
আমার বুকের ব্যথায় আসন পাতা
বস মা সেথা দুখ-দুলালী।।

পরে পড়বো
১২৪
মন্তব্য করতে ক্লিক করুন