কবিতা - আশ্বাসেরই বাণী তোমার কাজী নজরুল ইসলাম বিবিধ কবিতা আশ্বাসেরই বাণী তোমার প্রতীক্ষার ওই দূর সাহারায় ফিরছে আজও, আর কতদিন ঢাকবে রবি মরুর ধুলায়? বাঘের মুখে যাও গো যদি লালসা আর লোভের বশে, আখেরে যে শিকার হবে গোরের হাতে মাটির তলায়! ♥ ০ পরে পড়বো ১১২ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন