কাজী নজরুল ইসলাম

কবিতা - আশমানে এক বলীবর্দ রয়

কাজী নজরুল ইসলাম
বুধবার, ০৪ জুন ২০২৫ আধ্যাত্মিক কবিতা

আশমানে এক বলীবর্দ রয় ‘পর্বিন’ নাম তাহার,
আছে আরেক বৃষভ নীচে বইতে মোদের ধরার ভার।
কাজেই, এই যে মানবজাতি- জ্ঞানীর চক্ষে হয় মালুম-
ঐ সে ভীষণ ষাঁড় যুগলের মধ্যে যেন ঝাঁক গাধার!

পরে পড়বো
১০৫
মন্তব্য করতে ক্লিক করুন