কবিতা - আশমানে এক বলীবর্দ রয় কাজী নজরুল ইসলাম আধ্যাত্মিক কবিতা আশমানে এক বলীবর্দ রয় ‘পর্বিন’ নাম তাহার, আছে আরেক বৃষভ নীচে বইতে মোদের ধরার ভার। কাজেই, এই যে মানবজাতি- জ্ঞানীর চক্ষে হয় মালুম- ঐ সে ভীষণ ষাঁড় যুগলের মধ্যে যেন ঝাঁক গাধার! ♥ ০ পরে পড়বো ৯৮ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন