কবিতা - আসনি তো হেথায় আমি কাজী নজরুল ইসলাম বুধবার, ০৪ জুন ২০২৫ আধ্যাত্মিক কবিতা আসনি তো হেথায় আমি আপন স্বাধীন ইচ্ছাতে, যাবও না নিজ ইচ্ছামতো, খেলার পুতুল তাঁর হাতে। ক্ষীণ কাঁকালে জড়িয়ে আঁচল, ঢালো সাকি বিলাও মদ, পিয়ালা ভরো সেই পানিতে- ধরার কালি ধোয় যাতে। ♥ ০ পরে পড়বো ৯৩ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন