কবিতা - আয়না তোমার আত্মার গো- কাজী নজরুল ইসলাম বিবিধ কবিতা আয়না তোমার আত্মার গো- তরল তোমার ওই লাবণী। সাধ জাগে ওই ধ্যানের চরণ করি আমার নয়ন-মণি। না, না, আমার ভয় করে গো, নয়ন-পাতার কাঁটায় পাছে কমল-পায়ে বাজে ব্যথা! ধেয়ানে থাক সারাক্ষণই।। ♥ ০ পরে পড়বো ৯২ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন