কাজী নজরুল ইসলাম

কবিতা - বাদল বায়ে মোর নিভিয়া গেছে বাতি

কাজী নজরুল ইসলাম
শুক্রবার, ১১ জুলাই ২০২৫ গান

বাদল-বায়ে মোর নিভিয়া গেছে বাতি।
তোমার ঘরে আজ উৎসবের রাতি।।

তোমার আছে হাসি, আমার আঁখি-জল,
তোমার আছে চাঁদ, আমার মেঘ-দল;
তোমার আছে ঘর, ঝড় আমার সাথী।।

শূন্য করি মোর মনের বন-ভূমি,
সেজেছ সেই ফুলে রানির সাজে তুমি।

নব বাসর-ঘরে যাও সে সাজ পরে
ঘুমাতে দাও মোরে কাঁটার শেজ পাতি।।

পরে পড়বো
৮৩
মন্তব্য করতে ক্লিক করুন