কাজী নজরুল ইসলাম

কবিতা - বাঁশি বাজায় কে কদমতলায়

কাজী নজরুল ইসলাম

বাঁশি বাজায় কে কদমতলায়, ওগো ললিতে!
শুনে সরে না পা পথ চলিতে।
তার বাঁশির ধ্বনি যেন ঝুরে ঝুরে
আমারে খোঁজে লো ভুবন ঘুরে।
তার মনের বেদন শত সুরে সুরে
ও সে কি যেন চাহে মোরে বলিতে।।

আছে গোকুল নগর আরো কত নারী
কত রূপবতী বৃন্দাবন-কুমারী
আছে গোকুল নগরে।
কেন আমারই নাম লয়ে বংশীধারী
আসে নিতি নিতি মোরে ছলিতে।।

সখি, নির্মল কুলে মোর কৃষ্ণ-কালি
কেন লাগালে কালিয়া, বনমালী!
আমার বুকে দিলে তুষের আগুন জ্বালি
আরও কত জনম যাবে জ্বলিতে।।

৪১
মন্তব্য করতে ক্লিক করুন