কাজী নজরুল ইসলাম

কবিতা - বে-শরম

কাজী নজরুল ইসলাম
শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪ প্রেমের কবিতা

আরে আরে সখী বারবার ছি ছি
ঠারত চঞ্চল আঁখিয়া সাঁবলিয়া।
দুরু দুরু গুরু গুরু কাঁপত হিয়া উরু
হাথসে গির যায় কুঙ্কুম-থালিয়া।
আর না হোরি খেলব গোরি
আবির ফাগ দে পানি মে ডারি
হা প্যারি –
শ্যাম কী ফাগুয়া
লাল কী লুগুয়া
ছি ছি মোরি শরম ধরম সব হারি
মারে ছাতিয়া মে কুঙ্কুম বে-শরম বানিয়া।

পরে পড়বো
২১৭
মন্তব্য করতে ক্লিক করুন