কাজী নজরুল ইসলাম

কবিতা - বেদিয়া বেদিনী ছুটে আয়

কাজী নজরুল ইসলাম

বেদিয়া বেদিনী ছুটে আয় আয় আয়।
ধাতিনা ধাতিনা তিনা ঢোলক মাদল বাজে
বাঁশিতে পরান মাতায়।।

দলে দলে নেচে নেচে আয় চলে
আকাশের সামিয়ানা তলে
বর্শা তীর ধনুক ফেলে আয় আয় রে
হাড়ের নূপুর পরে পায়।।
বাঘ-ছাল পরে আয় হৃদয়-বনের শিকারি
ঘাগরা পরে, পরে পলার মালা
আয় বেদের নারী।
মহুয়ার মউ নিয়ে ধুতুরা ফুলের পিয়ালায়
আয় আয় আয়।।

৩৩
মন্তব্য করতে ক্লিক করুন