কবিতা - ব্যর্থ মোদের জীবন ঘেরা কাজী নজরুল ইসলাম সোমবার, ০২ জুন ২০২৫ আধ্যাত্মিক কবিতা ব্যর্থ মোদের জীবন ঘেরা কুগ্রহ সব মেঘলা প্রায়, ‘জিহূন’ সম স্রোত বয়ে যায় অশ্রু-সিক্ত চক্ষে, হায়! বুকের কুণ্ঠে দুখের দাহ- তারেই আমি নরক কই, মুহূর্তের যে মনের শান্তি- আমি বলি স্বর্গ তায়। ♥ ০ পরে পড়বো ১০৭ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন