কবিতা - বেসুর বীণায় ব্যথার সুরে বাঁধ্ব গো কাজী নজরুল ইসলাম সোমবার, ১৬ জুন ২০২৫ গান বেসুর বীণায় ব্যথার সুরে বাঁধ্ব গো পাষাণ-বুকে নিঝর হ’য়ে কাঁদ্ব গো।। কু’লের কাঁটায় স্বর্ণলতার দুল্ব হার, ফণীর ডেরায় কেয়ার কানন ফাঁদ্ব গো।। ব্যাধের হাতে শুনব সাধের বংশী-সুর, আস্লে মরণ চরণ ধ’রে সাধ্ব গো।। ♥ ০ পরে পড়বো ৯০ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন