কাজী নজরুল ইসলাম

কবিতা - ভালোবাসায় বাঁধব বাসা

কাজী নজরুল ইসলাম
শনিবার, ১২ জুলাই ২০২৫ বিবিধ কবিতা

উভয়ে : ভালোবাসায় বাঁধব বাসা
আমরা দু’টি মাণিক-জোড়।
থাকব বাঁধা পাখায় পাখায়
মাখামাখি প্রেম-বিভোর।।

পুরুষ: আমার বুকে যত মধু
স্ত্রী: আমার বুকে ঢালবে বঁধু!
পুরুষ: আমি কাঁদব যখন দুখে
স্ত্রী: আমি মুছাব সে নয়ন-লোর।।

পুরুষ: আমি যদি কভু মনের ভুলে,
তোমায় প্রিয়া থাকি ভুলে,
স্ত্রী: আমি রইব তাতেই
ফুলের মালায় লুকিয়ে
যেমন থাকে ডোর।।

পরে পড়বো
১৩৯
মন্তব্য করতে ক্লিক করুন