কবিতা - বিনিদ্র কাল কাটল নিশি কাজী নজরুল ইসলাম বিবিধ কবিতা বিনিদ্র কাল কাটল নিশি একলা জেগে তোমার ব্যথায়, অশ্রু-মণির হার গেঁথেছি নয়ন-পাতার ঝালর-সুতায়। তোমার তরে প্রাণ-পোড়ানি কইতে নারি কারুর কাছে, আপন মনে তাই সারাদিন আপন ব্যথা কই আপনায়।। ♥ ০ পরে পড়বো ১৮২ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন