কবিতা - বিষাদ-ক্ষীণ এ অন্তরে মোর কাজী নজরুল ইসলাম শনিবার, ০৭ জুন ২০২৫ বিবিধ কবিতা বিষাদ-ক্ষীণ এ অন্তরে মোর থাকে যেন তোমার নজর, তৃণকুটোর পরে ত গো পড়ে রবির প্রভাতি কর! যদি তোমার পথের ধুলি হই গো প্রিয়,- নারাজ হয়ে গাল দিয়ো না! পাছে শোনে পথের ধুলি তোমার সে স্বর।। ♥ ০ পরে পড়বো ৯৮ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন