কাজী নজরুল ইসলাম

কবিতা - বিশ্ববিজয়ী

লেখক: কাজী নজরুল ইসলাম

খোদাকে পাইয়া বিশ্ববিজয়ী হ’ল একদিন যা’রা।
খোদায় ভুলিয়া ভীত পরাজিত আজ দুনিয়ায় তা’রা।।
খোদার নামের আশ্রয় ছেড়ে
ভিখারীর বেশে দেশে দেশে ফেরে,
ভোগ বিলাসের মোহে ভুলে হায় নিল বন্ধন কারা।।

খোদার সঙ্গে যুক্ত সদাই ছিল যাহাদের মন,
দুখে রোগে শোকে অটল যাহারা রহিত সর্ব্বক্ষণ-
এসে শয়তান ভোগ-বিলাসের
কাড়িয়া লয়েছে ইমন তাদের
খোদারে হারায়ে মুসলিম আজ হয়েছে সর্ব্বহারা।।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৪৪ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন