কবিতা - বন্দী বোঁটায় কইল কুসুম, কাজী নজরুল ইসলাম বিবিধ কবিতা বন্দী বোঁটায় কইল কুসুম, থাকত যদি শক্তি আমার পালিয়ে যাবার রাস্তা পেলে পালিয়ে যেতাম দূর বন-পার। বিনা অপরাধেই মোরে এমন করে জ্বালায় যদি, সত্যিকারের দোষী হলে না জানি সে করত কী আর।। ♥ ০ পরে পড়বো ৭২ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন