কাজী নজরুল ইসলাম

কবিতা - বনের তাপস কুমারী আমি গো

কাজী নজরুল ইসলাম

বনের তাপস কুমারী আমি গো
সখি মোর বনলতা।
নীরবে গোপনে দুইজনে কই
আপন মনের কথা।।

যবে গিরিপথে ফিরি সিনান করিয়া
লতা টানে মোর আঁচল ধরিয়া
হেসে বলি, ‘ওরে ছেড়ে দে, আসিছে
তোদের বন-দেবতা।। ‘

ডাকি যদি তারে আদর করিয়া
‘ওরে বন বল্লরি!’
আনন্দে তার ফোটা ফুলগুলি
অঞ্চলে পড়ে ঝরি।

লুকায়ে যখন মোর দেবতায়
আবরিয়া রাখে কুসুমে পাতায়
ও যে চরণে আসিয়া জড়ায়
যবে হই ধ্যানরতা।।

৩০
মন্তব্য করতে ক্লিক করুন