কাজী নজরুল ইসলাম

কবিতা - বরষা ঐ এল বরষা

কাজী নজরুল ইসলাম
রবিবার, ২০ জুলাই ২০২৫ গান

বরষা ঐ এল বরষা।
আলোর ধারায় জল ঝরঝরি অবিরল
ধূসর নীরস ধরা হলো সরসা।।

ঘন দেয়া দমকে দামিনী চমকে
ঝঞ্ঝার ঝাঁঝর ঝমঝম ঝমকে,
মনে পড়ে সুদূর মোর প্রিয়তমকে
মরাল মরালীরে হেরি সহসা।।

পরে পড়বো
৭৮
মন্তব্য করতে ক্লিক করুন