কবিতা - বরষা ঐ এল বরষা কাজী নজরুল ইসলাম রবিবার, ২০ জুলাই ২০২৫ গান বরষা ঐ এল বরষা। আলোর ধারায় জল ঝরঝরি অবিরল ধূসর নীরস ধরা হলো সরসা।। ঘন দেয়া দমকে দামিনী চমকে ঝঞ্ঝার ঝাঁঝর ঝমঝম ঝমকে, মনে পড়ে সুদূর মোর প্রিয়তমকে মরাল মরালীরে হেরি সহসা।। ♥ ০ পরে পড়বো ৭৮ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন